বিগত ৩ মাসে অ্যাপেক্সের মুনাফা ৩ কোটি টাকা

  

নিউজ ডেস্কঃ দেশের শীর্ষস্থানীয় জুতা উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান অ্যাপেক্স ফুটওয়্যারের মুনাফা বেড়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির মুনাফা আগের বছরের একই সময়ের চেয়ে ৭৯ লাখ টাকা বা ৩৩ শতাংশ বেড়েছে। গতকাল রোববার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। এরপর আজ সোমবার তা ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে বিনিয়োগকারীদের জানানো হয়েছে। কোম্পানিটি জানিয়েছে, উল্লেখিত প্রান্তিকে সব ধরনের খরচ বাদ দেওয়ার পর তারা ৩ কোটি ১৯ লাখ টাকার বেশি মুনাফা করেছে। তাতে শেয়ারপ্রতি আয় বা ইপিএস দাঁড়িয়েছে ২ টাকা ৩ পয়সায়। ২০২৩ সালের একই প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটি মুনাফা করেছিল ২ কোটি ৪০ লাখ টাকা। 

ওই প্রান্তিকে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৫৩ পয়সা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে অ্যাপেক্সের মুনাফা ৭৯ লাখ টাকা বা প্রায় ৩৩ শতাংশ বেড়েছে।মুনাফা বৃদ্ধির কারণ সম্পর্কে কোম্পানিটি জানিয়েছে, নানাভাবে পরিচালন খরচ কমিয়ে তারা মুনাফা বেশি করেছে। ২০২৩ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের তুলনায় গত বছরের একই প্রান্তিকে কোম্পানিটি পরিচালনা খরচ ৫ কোটি টাকার বেশি কমিয়েছে। ২০২৩ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে অ্যাপেক্স ফুটওয়্যারের পরিচালন খরচ ছিল ৮৭ কোটি টাকার বেশি। গত বছরের একই প্রান্তিকে তা কমে প্রায় ৮২ কোটি টাকায় নেমেছে। এতে কোম্পানিটির মুনাফা বেড়েছে।

গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের পাশাপাশি চলতি ২০২৪-২৫ অর্থবছরের অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদনও প্রকাশ করেছে অ্যাপেক্স ফুটওয়্যার। তাতে দেখা যাচ্ছে, অর্থবছরের প্রথম ছয় মাসে (গত জুলাই-ডিসেম্বর) কোম্পানিটি মুনাফা করেছে ছয় কোটি টাকার বেশি। তাতে ৬ মাসে কোম্পানিটির ইপিএস বেড়ে হয়েছে ৩ টাকা ৮৩ পয়সা। ২০২৩ সালের জুলাই-ডিসেম্বরে কোম্পানিটির মুনাফা ছিল সাড়ে চার কোটি টাকার বেশি। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা দেড় কোটি টাকার বেশি বেড়েছে। এদিকে মুনাফা বৃদ্ধির খবরে আজ ডিএসইতে প্রথম এক ঘণ্টার লেনদেনে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে। এদিন প্রতিটি শেয়ারের দাম ৮০ পয়সা বেড়ে দাঁড়িয়ে ২০৫ টাকা ৩০ পয়সায়।


আগের পোষ্ট দেখুন পরবর্তী পোষ্ট দেখুন
এই পোষ্টে কমেন্ট করুন
comment url



 

sr7themes.eu.org